জুলাই আন্দোলনের শহীদ মোহাম্মদ জসিম হাওলাদারের মেয়ে লামিয়া আত্মাহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। গতমাসে বাবার কবর জেয়ারত করতে যাওয়ার সময় ধর্ষণের শিকার হন তিনি। শনিবার রাত ১০ টার দিকে গলায় ফাঁস দিয়ে রাজধানীর শেখের টেক ভাড়া বাসায় আত্মহত্যা করেন তিনি।
খবর পেয়ে হাসপাতালে দেখতে আসেন বিএনপি, এনসিপি এবং জুলাই ফাউন্ডেশনের নেতাকর্মী ও কর্মকর্তারা। সবাই দ্রুততম সময়ের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ মোহাম্মদ জসিম হাওলাদারের কবর জেয়ারত করতে গিয়ে গত ১৮ মার্চ তার মেয়ে লামিয়া ধর্ষণের শিকার হন। এরপর পুরো পরিবার বিপর্যস্ত হয়ে পড়ে।
এরপর নিয়মিত চিকিৎসা নিয়ে আসছিলেন লামিয়া। তবে মানসিক অবস্থার উন্নতি না হওয়ায় আত্মহত্যার পথ বেছে নেন তিনি। শনিবার দিনগত রাত ঢাকার ভাড়া বাসায় গলায় ফাঁস দেন লামিয়া। স্বজনরা সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। লামিয়ার স্বজনরা আসামিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করেছেন।
খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন বিএনপি, এনসিপি ও জুলাই ফাউন্ডেশনের নেতাকর্মী ও কর্মকর্তারা। তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয় আদাবর থানার পুলিশ বলছে, সুরতাহাল হয়েছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়স হবে।
স্বজনরা অভিযোগ করছে এখন তারা ধর্ষকদের পরিবার থেকে হুমকি ধমকি পাচ্ছেন, আতঙ্কিত তারা।