কোটা সংস্কার আন্দোলনের সময় বাংলাদেশি র্যাপার হান্নান হোসাইন শিমুল ‘আওয়াজ উডা ’ শিরোনামে একটি গান প্রকাশ করে। গানটি দেশের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়। প্রতিবাদী এই গানের জন্যই ২৫ জুলাই নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শেখ হাসিনার পদত্যাদের পরদিন মুক্তি পেলেন তিনি।
মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে তাকে মুক্তি দেওয়া হয়েছে। ‘আওয়াজ উডা’ গানটি গত ১৮ জুলাই প্রকাশ পায়। গানটি নিজের ফেসবুকে শেয়ার করে হান্নান ক্যাপশনে লিখেছিলেন, ‘আমরা কোনো সংস্থার বিরোধিতা করছি না। এর পরিবর্তে, আমরা আমাদের সমবয়সীদের কণ্ঠকে প্রসারিত করতে চাই এবং আমাদের দেশকে প্রভাবিত করে এমন সমস্যাগুলোর উপর আলোকপাত করতে চাই।’
৩ আগস্ট বিকেল ৩টায় ছাত্র আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করতে রবীন্দ্রসরোবরে হান্নানকে গ্রেপ্তারের প্রতিবাদ জানান দেশের কণ্ঠশিল্পী, ব্যান্ড ও গীতিকার-সুরকাররা।