আর্জেন্টিনা ম্যাচে গোল হয়েছে ৭টি, ব্রাজিলের ম্যাচে একটি। তবে দুই ম্যাচেই জয়ের ব্যবধান এক গোলেরই। দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে হাড্ডাহাড্ডি লড়াই ও কষ্টের এই জয় দুটি আর্জেন্টিনা ও ব্রাজিলের।
কারাকাসে যেমন চূড়ান্ত পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে ৫২ মিনিটের মধ্যে ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনার খুদেরা। ৬৯ মিনিটে স্কোরলাইন হয় ৪-১। এরপর অবশ্য কিছুটা নাটকীয়তাও দেখা গেছে। ৮৬ মিনিটের মধ্যে আরও দুটি গোল পরিশোধ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল উরুগুয়ে, কিন্তু ফেরা আর হয়নি। শেষ পর্যন্ত ৪-৩ নিয়েই মাঠ ছাড়তে হয়েছে।
ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল সে তুলনায় ছুটছে একটু ঢিমেতালে। যেন একের নামতা পড়ছে! চূড়ান্ত পর্বে উরুগুয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ ১-০ গোলে জয়ের পর আজ কারাকাসে দ্বিতীয় ম্যাচেও ফল একই। কলম্বিয়াকে হারিয়েছে ১-০ গোলে। পেদ্রো হেনরিকের কর্নার থেকে হেডে গোল করেন ডিফেন্ডার লাগো দা সিলভা। ৮৭ মিনিটে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিলের রাইটব্যাক ইগর সেরোতে। এর আগে উরুগুয়ের বিপক্ষেও ১০ জন নিয়ে ম্যাচ শেষ করেছিল ব্রাজিল।