চ্যাম্পিয়নস ট্রফি শেষ হওয়ার পরেই বাংলাদেশের দুই অভিজ্ঞ ক্রিকেটারের অবসর নিয়ে আলোচনা হচ্ছিল। গত ৫ মার্চ সামাজিক মাধ্যমে ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। এবার একই পথে হাঁটলেন সতীর্থ মাহমুদউল্লাহ রিয়াদ। ফেসবুকে ভেরিফাইড পেইজে আজ (১২ মার্চ) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।
রিয়াদের এই ঘোষণার মাধ্যমে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তির সীমারেখা টানা হয়েছে। অর্থাৎ লাল-সবুজের জার্সিতে মাহমুদউল্লাহ রিয়াদকে আর দেখা যাবে না। এর আগে ২০২১ সালের জুলাই মাসে আচমকা টেস্ট থেকে বিদায় নিয়েছেন তিনি। আর গেল বছরের ১২ অক্টোবর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে গুড বাই বলেছেন মাহমুদউল্লাহ।
টেস্ট, টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদউল্লাহ। ফেসবুকে বিদায়ী ঘোষণা মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘সকল প্রশংসা মহান আল্লাহর। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ দিতে চাই, যারা সবসময় আমাকে সমর্থন দিয়েছে।’
‘বিশেষ ধন্যবাদ দিতে চাই, আমার মা-বাবাকে, আমার শ্বশুরকে এবং আমার ভাই এমদাদউল্লাহকে, যে একজন কোচ এবং পরামর্শক হিসেবে শৈশব থেকেই আমার পাশে ছিল।’-যোগ করেন তিনি।
সমৃদ্ধ এক আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা মাঠ থেকে না হওয়া যেকোনো ক্রিকেটারের জন্যই কিছুটা হলেও কষ্টের। মাহমুদউল্লাহরও সেই আক্ষেপ নিশ্চয়ই থাকবে। তিনি লিখেছেন, ‘সবকিছুর শেষটা হয়তো সুন্দর হয় না কিন্তু আপনাকে মেনে নিতে হয় এবং এগিয়ে যেতে হয়। শান্তি…আলহামদুলিল্লাহ। আমার দল এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা।’
বাংলাদেশ ক্রিকেটে সেরা খেলোয়াড়দের একজন মাহমুদউল্লাহ রিয়াদ। দলের বিপদে নিয়মিত হাল ধরে ‘ভরসার প্রতীক’ তকমা পেয়েছিলেন এই অলরাউন্ডার। জাতীয় দলের শুরুতে স্পিন অলরাউন্ডার হিসেবে যাত্রা শুরু করলেও ব্যাটার হিসেবে ক্যারিয়ারের ইতি টেনেছেন।
সবমিলিয়ে ক্রিকেটের তিন সংস্করণে ৪৩৩ ইনিংস ব্যাট করা মাহমুদউল্লাহ ১১ হাজার ৪৭ রান করেছেন। এর মধ্যে টেস্টে ৩৩ গড়ে ২৯১৪ রান, ওয়ানডেতে ৩৬ গড়ে ৫৬৮৯ রান এবং টি-টোয়েন্টিতে ২৩ গড়ে ২৪৪৪ রান করেছেন তিনি। যেখানে ৯ শতকের সঙ্গে ৫৬টি ফিফটি রয়েছে রিয়াদের। আন্তর্জাতিক অঙ্গনে ৯৪৭ বাউন্ডারির সঙ্গে ২০৮টি ছক্কা মেরেছেন এই ক্রিকেটার।
বল হাতেও দলে অবদান রেখেছেন মাহমুদউল্লাহ। ২৯৯ ইনিংসে বল করে ১৬৬ উইকেট শিকার করেছেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার। ক্যারিয়ারের শেষবেলায় পার্ট টাইম বোলার হিসেবে কাজ চালাতেন মাহমুদউল্লাহ। তবুও টেস্টে ৪৩, ওয়ানডেতে ৮২ এবং টি-টোয়েন্টিতে ৪১টি উইকেট রয়েছে তার নামের পাশে। এছাড়া ১টি স্টাম্পিংসহ তার ১৭২টি ডিসমিসালের রেকর্ড রয়েছে।
উল্লেখ্য, এর আগে মাঠ থেকে টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেট ছেড়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। চ্যাম্পিয়নস ট্রফির শেষ ম্যাচে অবসর নেওয়ার গুঞ্জন ওঠেছিল তাঁর। কিন্তু পাকিস্তানের বিপক্ষে পরিত্যক্ত হওয়া ম্যাচে অবসরের ঘোষণা আসেনি। তাতে ধারণা করা হচ্ছিলো, আগামী পাকিস্তান সিরিজ দিয়ে ওয়ানডে ছাড়বেন রিয়াদ। তবে ক্যারিয়ারের দীর্ঘসূত্রতা না টেনে আজই অবসরের ঘোষণা দিলেন তিনি।