প্রখ্যাত অভিনেতা আহমেদ রেজা রুবেলের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আজ সন্ধ্যায় তার সর্বশেষ চলচ্চিত্র ‘পেয়ারার সুবাস’ এর প্রিমিয়ার শো উপলক্ষ্যে ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে স্টার সিনেপ্লেক্সে আসার পর অসুস্থ হয়ে পড়েন রুবেল। পরে তাকে নিকটস্থ স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সূত্র: বাসস