নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ সিনেমার ‘দ্বিধা’ গানটি বাংলাদেশের সিনেমার গানের ইতিহাসে নতুন মাইলফলক সৃষ্টি করে। ২০০৭ সালে প্রকাশ পাওয়া এই গান সময়ের সঙ্গে সঙ্গে মারজুকের কথা, হাবিব ওয়াহিদের সুর ও কণ্ঠে অনেকেই নিজের মতো করে কাভার করেছেন।
তবে অনেকেই জানে না এই গানটি ভারতের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিংও কাভার করেছিলেন। যেই ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
হাবিব ওয়াহিদ ছাড়াও গানটিতে কণ্ঠ দিয়েছিলেন সংগীতশিল্পী ন্যান্সি। হাবিবের ভার্সন টি অরিজিৎ কাভার করেন এবং ন্যান্সির অংশ অমৃতা সিং গেয়েছিলেন। তবে এটি নতুন ভিডিও নয়। ২০১৬ সালে বাংলাদেশের একটি কনসার্টে স্টেজে দুই ভাইবোন ‘দ্বিধা’ গানটি কাভার করেন।
সম্প্রতি অরিজিৎয়ের ফ্যান পেজ থেকে গানটি নতুন করে শেয়ার করা হয়। যেখানে উল্লেখ করা হয়ে, ‘বাংলাদেশের আধুনিক বাংলা গানের পথিকৃৎ শিল্পী হাবিব ওয়াহিদ গানটি গেয়েছিলেন। হাবিব সেই সময় এই গানের মাধ্যমে সিনেমার গানের পুরো মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। অসাধারণ এই গানটি লিখেছেন মারজুক রাসেল। তিনি কবিতা ও গান লিখেন।’ এরপর গানের প্রশংসায় অনেকেই মন্তব্য জানাতে থাকে।
হাবিব ও ন্যান্সি এক সঙ্গে বেশকিছু জনপ্রিয় গান দর্শকদের উপহার দিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য সিনেমার গানের তালিকায় রয়েছে, পৃথিবীর যত সুখ যত ভালোবাসা, চন্দ্রগ্রহণ ও হৃদয়ের কথা অন্যতম।