অভিনয়ের পাশাপাশি মানবিক কাজেও প্রায়সময় সরব থাকতে দেখা যায় অক্ষয় কুমারকে। করোনা মহামারির সময়ে আর্থিক অনুদান নিয়ে বহু মানুষের পাশে দাঁড়িতে দেখা গেছে খিলাড়ি কুমারকে। এবার তিনি পাঞ্জাবি লোকসংগীতশিল্পী ও পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত প্রয়াত গুরমিত বাওয়ার কন্যা গ্লোরির পাশে দাঁড়ালেন।
বিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে আর্থিক সাহায্য চেয়ে পোস্ট দিয়েছিলেন গ্লোরি। এরপরই তার পাশে দাঁড়ালেন অক্ষয়। গায়িকাকে ২৫ লাখ রুপি আর্থিক সহায়তা করেছেন অক্ষয়। তবে এটাকে সাহায্য বলতে রাজি নন অভিনেতা।
তার কথায়, ‘এটা সাহায্য নয়, ভাই হিসেবে বোনের পাশে দাঁড়ানো।’ অক্ষয়ের ভাষ্য, ‘আমি সোশ্যাল মিডিয়া থেকে বিষয়টি জানতে পেরেছি ব্যাপারটা। দুঃখজনক, গুরমিত বাওয়াজি পাঞ্জাবের গর্ব। তার পরিবারকে আর্থিক সমস্যায় পড়তে দেখে হতাশ হয়েছিলাম। তার মেয়ে গ্লোরি বাওয়ার পাশে দাঁড়িয়েছি ভাই হিসেবে। এটা সাহায্য নয়, একজন পাঞ্জাবি ও শিল্পী হিসেবে আমার দায়িত্ব পালন।’
অক্ষয়ের কাছ থেকে এই আর্থিক সাহায্য পেয়ে চোখে জল গ্লোরির। তিনি বলেন, ‘আমার কাছে এর অর্থ কী, তা ব্যাখ্যা করার জন্য আমার কাছে শব্দ নেই।’