দীর্ঘ সময় ম্যাচ স্থগিত, এরপর গোল বাতিল নাটকে মরক্কোর কাছে ২-১ গোলের বিতর্কিত হারে প্যারিস অলিম্পিকের ফুটবল শুরু করেছিল আর্জেন্টিনা। দারুণ দুই জয়ে ওই ধাক্কা সামলে ইভেন্টের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে আকাশি-সাদাদের অনূর্ধ্ব-২৩ দল। গ্রুপের শেষ ম্যাচে ইউক্রেনকে ২-০ গোলে হারিয়েছে তারা।
প্রথমার্ধে রক্ষণাত্মক ফুটবল খেলে ছেলেদের এই ইভেন্টে স্বর্ণ জয়ের অন্যতম দাবিদার আর্জেন্টিনাকে গোল শূন্য সমতায় আটকে রাখে ইউক্রেন। ভালো কিছু সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি হুলিয়ান আলভারেজরা।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতে দলটির নাম্বার টেন থিয়াগো আলদানা দারুণভাবে বল টেনে বক্সের বাহির থেকে দুর্দান্ত শটে গোল করেন। যুক্তরাষ্ট্রের ক্লাব আটালান্টা ইউনাইটেডে খেলা তরুণ তারকার পর গোল করেন ম্যানসিটির সঙ্গে চুক্তি করা ক্লদিও এচেভেরি।
গ্রুপ ‘সি’র চার দলই ছিল কোয়ার্টারে যাওয়ার লড়াইয়ে। চার দলই দুই ম্যাচের একটিতে জয় নিয়ে ৩ পয়েন্ট তুলে নিয়েছিল। জিতলেই কোয়ার্টার, হারলে বিদায় এমন সমীকরণ নেমে গ্রুপের অন্য ম্যাচে ইরাককে বড় ব্যবধাানে হারিয়ে শেষ আটে গেছে মরক্কো।