বিরতি ভেঙে আগামী বছরের মার্চে ফিরতে যাচ্ছে বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস । একাধিক শিল্প-সংশ্লিষ্ট সূত্র দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ডকে এ তথ্য নিশ্চিত করেছে।
এই সপ্তাহে সাত সদস্যের সবাই বাধ্যতামূলক ১৮ মাসের সামরিক সেবা শেষ করছেন। ফলে ভক্তদের মধ্যে ও কে-পপ ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল, কবে আবার একত্রিত হবে বিটিএস।
হাইব সূত্র জানিয়েছে, ‘বিটিএসের ফেরার তারিখ ২০২৬ সালের মার্চে নির্ধারিত হয়েছে।’
আরও দুটি আন্তর্জাতিক সূত্র জানায়, সবচেয়ে বড় ও সফল কে-পপ গ্রুপ বিটিএস আগামী বছরের শুরুতে সম্পূর্ণভাবে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে।
এক সূত্র বলে, ‘যদিও নির্দিষ্ট দিন জানা যায়নি, তবে মার্চের মাঝামাঝি সময়কে টার্গেট করা হচ্ছে। আমি শুনেছি বিটিএস ও তাদের লেবেলমেট টুমোরো এক্স টুগেদার একই মাসে ফিরছে। কে আগে ফিরবে তা এখনো চূড়ান্ত নয়।’
অন্যদিকে, হাইবের মালিকানাধীন বেলিফট ল্যাবের অধীন এনহাইফেনও মার্চে ফেরার পরিকল্পনা করছিল। তবে বিটিএসের সম্ভাব্য প্রত্যাবর্তনকে এড়িয়ে যেতে তারা জানুয়ারিতে এগিয়ে এনেছে।