আগামী সপ্তাহেই গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। তবে বর্তমান আলোচনার কতটুকু অগ্রগতি হয়েছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। এয়ারফোর্স ওয়ানে বসে সাংবাদিকদের ট্রাম্প এই কথা জানান।
গাজায় নতুন একটি যুদ্ধবিরতি কার্যকর করার আলোচনায় সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র। গত মঙ্গলবার ট্রাম্প নতুন যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে বলেছেন, ইসরায়েল ৬০ দিনের যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্তগুলো মেনে নিয়েছে। এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলো যুদ্ধ অবসানের লক্ষ্যে কাজ করবে।
ট্রাম্প হামাসকেও তাঁর ভাষায় ‘চূড়ান্ত প্রস্তাব’ মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং সতর্ক করে বলেছেন, এর (নতুন যুদ্ধবিরতি চুক্তি) চেয়ে ভালো কিছু আর আসবে না; বরং পরিস্থিতি আরও খারাপই হবে (চুক্তি না মানলে হামাসের জন্য ফলাফল আরও খারাপ হবে)।
ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাবে গাজার উত্তর ও দক্ষিণ অংশ থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
এরপর বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে হামাস বলেছে, মধ্যস্থতাকারীদের কাছে তারা একটি ইতিবাচক জবাব জমা দিয়েছে এবং যুদ্ধবিরতি কার্যকর করার প্রক্রিয়া নিয়ে আলোচনার নতুন পর্বে তাৎক্ষণিকভাবে অংশ নিতে পুরোপুরি প্রস্তুত আছে।
হামাসের মিত্র ইসলামিক জিহাদও যুদ্ধবিরতি নিয়ে আলোচনার পরিকল্পনায় তাদের সমর্থন জানিয়েছে। তবে সশস্ত্র সংগঠনটি একটি স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা চেয়েছে।