বাংলাদেশের চলচ্চিত্রের একজন কিংবদন্তি অভিনেত্রী তিনি। বহু বছর অভিনয়ের বাইরে। তবুও তার নামটি এখনো সমানভাবে উচ্চারিত হয়। তিনি শাবানা। দেশের প্রথম সারির অভিনেত্রীদের তালিকা করলে এখনো তার নামটি সবার উপরেই রাখতে হবে।
১৯৫৩ সালের ১৫ জুন শাবানার জন্ম হয় তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া গ্রামে। বাবার নাম ফয়েজ চৌধুরী, যিনি একজন টাইপিস্ট ছিলেন। মা ফজিলাতুন্নেসা ছিলেন গৃহিণী। শাবানা ঢাকার গেন্ডারিয়া হাই স্কুলে ভর্তি হলেও তার পড়ালেখা ভালো লাগত না। সে কারণে তার প্রাতিষ্ঠানিক শিক্ষার ইতি ঘটে মাত্র ৯ বছর বয়সে।
চলচ্চিত্রকার এহতেশাম ছিলেন অভিনেত্রীর চাচা। বাবার খালাতো ভাই। তার মাধ্যমেই শাবানার চলচ্চিত্রে আগমন ঘটে। ১৯৬২ সালে ১১ বছরে বয়সে অতিরিক্ত শিল্পী হিসেবে তার আত্মপ্রকাশ হয়েছিল ‘রত্না’ নামে। ১৯৬৬ সালে উর্দু ছবি ‘চকোরী’তে রত্না থেকে তিনি হয়ে যান শাবানা।
বাবা ফয়েজ চৌধুরী মেয়ে রত্নাকে নিয়ে প্রায়ই এফডিসিতে যেতেন। চলচ্চিত্রকার এহতেশাম তখন ‘নতুন সুর’ নামে একটি ছবির কাজ করছেন। সেটা ছিল ১৯৬১ সালের কথা। একজন শিশুশিল্পী দরকার ছিল সেখানে। শিশু রত্নাকে দেখে এহতেশাম পছন্দ করলেন। এভাবেই ‘নতুন সুর’ ছবিতে প্রথম অভিনয় জীবন শুরু হলো শাবানার।