গত সপ্তাহে বাফুফে নির্বাহী কমিটির সভায় ঘোষিত হয় নির্বাচন কমিশনার। প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন আহমেদ বাকি দুই নির্বাচন কমিশনার ব্যারিস্টার একেএম এহসানুর রহমান ও সুরাইয়া আক্তার জাহানকে নিয়ে গতকাল প্রথম সভা করেন।
অনেকেই মনে করেছিল, ২৬ অক্টোবর অনুষ্ঠেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচনের তপশিল রোববারই ঘোষণা করবে নির্বাচন কমিশন। সেই সুযোগ থাকলেও আরও একবার দেখে আজ তপশিল ঘোষণা করার সিদ্ধান্ত নেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন, ‘আমরা আজ সবকিছু নিয়ে আলোচনা করেছি। মোটামুটি সবই তৈরি হয়ে গেছে। তবুও আর একবার দেখে সবার সঙ্গে কথা বলে আগামীকাল (আজ) বেলা সাড়ে ১১টায় তপশিল ঘোষণা করা হবে।’
কাজী সালাউদ্দিনের চার মেয়াদেই প্রধান নির্বাচন কমিশনার ছিলেন মেজবাহ। আসছে নির্বাচনে সালাউদ্দিন সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা না করলেও টানা পঞ্চমবারের মতো নির্বাচন কমিশনারের দায়িত্ব মেজবাহর কাঁধে। যদিও তাঁকে পুনরায় নির্বাচন কমিশনারের দায়িত্ব দেওয়ায় কেউ কেউ সমালোচনা করেছেন। অতীতে সালাউদ্দিনের কথার বাইরে গিয়ে কিছু করেননি বলেই তাঁকে নিয়ে প্রশ্ন উঠেছিল।
সেই প্রসঙ্গ উঠলে মেজবাহ বলেন, ‘শেষ চার নির্বাচনেই সালাউদ্দিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। এবার তিনি নির্বাচন করবেন না। আমাকে এই নিয়ে কথা শুনতে হবে না।’ বিগত নির্বাচনগুলোতে প্রার্থীরা রাজনৈতিকভাবে প্রভাবিত হয়েছেন বলে জানান মেজবাহ।