মিরপুরে মঙ্গলবার গুঞ্জন ওঠে, সাকিব আল হাসানের চোখে অস্ত্রোপচার করতে হবে। ভারতের চেন্নাইয়ে চোখ দেখানোর পর লন্ডনেও দেখিয়ে এসেছেন। ঢাকায়ও তিনি চিকিৎসকের শরণাপন্ন হন। বিপিএলে একটি ম্যাচ খেলে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে উড়াল দেন রংপুর রাউডার্সের এই তারকা অলরাউন্ডার। সোমবার সিঙ্গাপুরের র্যাফেলস আই সেন্টারে তার চোখের পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। গতকাল তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। একই সঙ্গে সিঙ্গাপুরের ন্যাশনাল আই হসপিটালে কাল আরেকজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখিয়েছেন সাকিব। আজ তার অবস্থা সম্পর্কে পরিষ্কার হওয়া যাবে। এরপর চিকিৎসা শুরু হবে। তবে প্রথমদিনের চিকিৎসক জানিয়েছেন, বাঁ-চোখে একটি ছোট্ট অস্ত্রোপচার করতে হবে। আগে ডান চোখে সমস্যা ছিল না। এখন হচ্ছে।
বিপিএলে সাকিব খেলছেন রংপুর রাইডার্সে। কাল তার দল সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে জয় তুলে নিয়েছে। রংপুরের সিইও ইশতিয়াক সাদেক বলেন, ‘আমরা চাই সাকিব স্বাভাবিক হয়ে ফিরে আসুক। আমরা তাকে খেলার জন্য চাপ দিচ্ছি না। চোখ গুরুত্বপূর্ণ। অস্ত্রোপচার হলে আমরা তাকে মিস করব। আমরা চাই সে পুরোপুরি সুস্থ হোক।’ তিনি বলেন, ‘অস্ত্রোপচার এখনো নিশ্চিত নয়। কতদিন সেখানে থাকতে হবে সেটা আগামীকাল (আজ) জানা যাবে।’ রংপুরের একটি সূত্র জানিয়েছে, ঠিক অস্ত্রোপচার নয়, লেজার চিকিৎসার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসার পর পুরোপুরি ঠিক হয়ে মাঠে ফিরতে সাকিবের বেশ কিছুদিন সময় লাগবে।