আনন্দ গ্রুপের বন্ধ ফ্যাক্টরি ভাড়া দেওয়া চাইনিজদের ব্যাটারী কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ এপ্রিল) দিনগত রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। তবে এতে কেউ হতাহত হননি। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অফিসার বলেন , খবর পাওয়া মাত্রই আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ডাম্পিংয়ের কাজ চলছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে বলা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।