দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন যেন থামছেই না। সর্বশেষ, মুম্বাই বিমানবন্দরে তাদের একসঙ্গে দেখা যাওয়ায় এই প্রেমের গুঞ্জনে নতুন মাত্রা যুক্ত হয়েছে।
দুই জনপ্রিয় তারকা তাদের সম্পর্ক নিয়ে এখনো স্পষ্ট করে কিছু না বললেও তাদের একই সাথে একই গাড়িতে দেখা যাওয়ায় আবার উঠেছে এই জুটির প্রেমের গুঞ্জন। কিন্তু ভক্তরা এর উত্তর না পেয়ে অসন্তুষ্ট। ভক্তরা তাদের সোশ্যাল মিডিয়ার পোস্ট, ছুটির গন্তব্যের মিল ও একসঙ্গে দেখা যাওয়া থেকে নানা ইঙ্গিত খুঁজে চলেছেন।
পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে, তারা বিমানবন্দর ত্যাগ করে একই গাড়িতে উঠছেন।
দুজনই পেছনের আসনে মুখে মাস্ক পরে ছিলেন। যদিও তারা নজর এড়ানোর চেষ্টা করছিলেন, তবে একসঙ্গে গাড়ি শেয়ার করে নেওয়ার বিষয়টি তাদের সম্পর্ক নিয়ে আলোচনাকে আবারও জোরালো করেছে।
গত এক বছরে অনুরাগীরা তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে অনেক মিল খুঁজে পেয়েছেন—একই রকম ভ্যাকেশন লোকেশন, রাশমিকার বিজয়ের বাড়ির বাইরে প্রায়ই দেখা যাওয়া ইত্যাদি। যদিও তারা মুখে কিছুই বলেননি, তবুও ভক্তদের ধারণা, তাদের মধ্যে শুধুই বন্ধুত্বের সম্পর্ক নেই।