এবারের আসরে যেন অপ্রতিরোধ্য আর্জেন্টিনা। অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে অপরাজিত থাকার পর ফাইনাল পর্বে টানা দ্বিতীয় জয় তুলে নিলো তারা। উরুগুয়েকে ৪-৩ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।
শনিবার (০৮ ফেব্রুয়ারি) কারাকাসে চূড়ান্ত পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে ৪-৩ ব্যবধানে হারিয়েছে মেসির উত্তরসূরীরা।
এদিন ম্যাচের শুরু থেকে আর্জেন্টিনার একক আধিপত্য থাকলেও শেষদিকে লড়াই জমিয়ে তুলে লুইস সুয়ারেজের উত্তরসূরীরা। ৫২তম মিনিটের মধ্যে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে ৩–০ গোলে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনার খুদেরা। এরপর ৬৯তম মিনিটে স্কোরলাইন হয় ৪–১।
তবে এরপর পরে ম্যাচে কিছুটা নাটকীয়তাও দেখা গেছে। ৮৬ মিনিটের মধ্যে উরুগুয়ে আরও দুটি গোল পরিশোধ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল। তবে আর ফেরা হয়নি। শেষ পর্যন্ত ৪–৩ নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের।
পুরো ম্যাচে ৭ গোল হলেও প্রথম গোলের দেখা পেতে অবশ্য সমর্থকদের অপেক্ষা করতে হয় প্রথমার্ধের শেষ পর্যন্ত। ম্যাচের ৩৮তম মিনিটে প্রথম গোলটি আদায় করে নেয় আর্জেন্টিনা। ডানপ্রান্ত ধরে আক্রমণে উঠে ক্লওদিও এচেভেরিকে পাস দেন ক্যারিজো। বক্সে ঢুকে এচেভেরি উরুগুয়ের দুই ডিফেন্ডার ও গোলরক্ষককে বোকা বানিয়ে বল জড়ান জালে।
এদিকে, ফাইনাল পর্বের আগের ম্যাচে চিলিকে ২-১ ব্যবধানে হারিয়েছিল তারা। তাতে টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শিরোপার দৌড়ে বেশ ভালোভাবে এগিয়ে আছে তারা। আরেক ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয়ে ৬ পয়েন্ট নিয়ে তাদের চ্যালেঞ্জ জানাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলও।
গ্রুপ পর্বের লড়াই শেষে শিরোপার জন্য উরুগুয়ে, চিলি, কলম্বিয়া, প্যারাগুয়ের সঙ্গে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্বে লড়ছে ব্রাজিল ও আর্জেন্টিনা। এ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। টুর্নামেন্টের নিয়মানুযায়ী, পয়েন্ট টেবিলের শীর্ষ থাকা দল হবে চ্যাম্পিয়ন।