দেশের স্বনামধন্য আলোকচিত্রী ও ফ্যাশন ফটোগ্রাফির দিকপাল চঞ্চল মাহমুদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
আজ শনিবার এক শোকবার্তায় উপদেষ্টা চঞ্চল মাহমুদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, গতকাল (২০ জুন) রাতে সাড়ে ৯টার দিকে রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড কার্ডিয়াক হসপিটালে মারা যান তিনি। মৃত্যুকালে চঞ্চলে মাহমুদের বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি দীর্ঘ দিন হৃদরোগে আক্রান্ত ছিলো।
চঞ্চল মাহমুদ বাংলাদেশের ফ্যাশন ও মডেল আলোকচিত্র জগতে ছিলেন অন্যতম নাম। প্রায় সাড়ে চার দশক ধরে আলোকচিত্রী হিসেবে কাজ করেছেন তিনি। চঞ্চল মাহমুদ ফটোগ্রাফি নামে একটি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করতেন।