ওয়ানডে সংস্করণে ঘরোয়া লিগের সবচেয়ে বড় আসর ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দামামা বাজতে শুরু করেছে। আগামী মাসের প্রথম সপ্তাহে এই টুর্নামেন্ট শুরু হবে। ডিপিএলকে ঘিরে ইতোমধ্যে দল গোছানো শুরু করে দিয়েছে দলগুলো। এর মাঝেই জানা গেল চমকপ্রদ তথ্য।
আসন্ন ডিপিএলে গুলশান ক্রিকেট ক্লাবের মালিকানা কিনেছেন বাংলাদেশ দলের সাবেক ওপেনার তামিম ইকবাল খান। ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমানের সাথে যৌথ বিনিয়োগে গুলশান ক্রিকেট ক্লাব কিনেছেন তিনি। বিষয়টি তামিম, মিজানুর উভয়পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, ক্লাবটিতে মিজানুর রহমান সভাপতি এবং তামিম ইকবাল সহ-সভাপতি পদে আসীন হবেন। তবে এই ক্লাব থেকে বিসিবিতে কে কাউন্সিলর হবেন, সেটা এখনো নির্ধারণ করা হয়নি। যদিও ডিপিএলকে সামনে রেখে দলটি গোছানো শুরু হয়েছে। ইতোমধ্যে প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ঘরোয়ার সবচেয়ে সফল কোচ খালেদ মাহমুদ সুজন।
সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন তামিম ইকবাল। এরপর বিপিএলের এক সংবাদ সম্মেলনে ক্রিকেটের সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছিলেন তিনি। এমনকি বিসিবি সভাপতি হওয়ার প্রশ্নে মৌন সম্মতি দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। এবার সেই পদক্ষেপেই ক্লাবের মালিকানা কিনলেন তামিম ইকবাল খান।
বিসিবির সাংগঠনিক দায়িত্বে আসতে প্রিমিয়ার লিগ, প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্লাব থেকে কাউন্সিলরশিপ পেতে হয়। এসব ক্লাব থেকে ১২ জন বিসিবির পরিচালক হিসেবে মনোনীত হন। পরিচালক পদে দশের অধিক প্রার্থী হলে সেখানে এই ক্লাবগুলোর ভোটাররাই ভোট প্রদান করে নির্বাচিত করেন। ক্লাবের সঙ্গে সম্পৃক্ত সংগঠক, পৃষ্ঠপোষক, সাবেক ক্রীড়াবিদ মূলত এই ক্যাটাগরিতে কাউন্সিলর হন এবং প্রতিদ্বন্দ্বিতা করেন পরিচালক পদে। এসব পরিচালকদের মধ্যে থেকেই ভোটাভুটির মাধ্যমে বিসিবি সভাপতি নির্বাচন করা হয়।
তামিম ইকবাল একই প্রক্রিয়ায় যাত্রা শুরু করেছেন। বিসিবির গঠনতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে সামনে অগ্রসর হলে অদূর ভবিষ্যতে তামিমের বিসিবি সভাপতি হওয়া অসম্ভব কিছু নয়। আগামী অক্টোবর মাসেই বিসিবির সাংগঠনিক নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গুলশান ক্রিকেট ক্লাবের মালিকানায় ছিল বেক্সিমকো গ্রুপ। রাজনৈতিক পট পরিবর্তনের ফলে বেক্সিমকোর পক্ষে স্পোর্টস ক্লাব পরিচালনা করা সম্ভব হতো না। এ কারণে ক্লাবটি বিক্রি করার উদ্যোগ নেওয়া হয় বলে জানা গেছে। তাতে এবারই প্রথমবারের মতো প্রিমিয়ার লিগে অংশ নিবে ক্লাবটি।