শনিবার (৯ মার্চ) বিকেলে আসিফ আকবর লিখেছেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিলাম। শেষ ভোট দিয়েছিলাম ২০১২ সালের কুসিক নির্বাচনে। প্রথম ভোট দিলাম ইভিএম এ।
জনপ্রিয় গায়ক আসিফ আকবর ১২ বছর পর ভোট দিলেন। বিষয়টি নিজের ফেসবুকে পোস্টে জানিয়েছেন এ গায়ক।
তিনি আরও লিখেছেন, কুমিল্লা সিটি করপোরেশনের একজন সাধারণ নাগরিক আমি, নগরের অভিভাবক নির্বাচনে নিজের দায়িত্ব পালন করলাম। যিনি নির্বাচিত হবেন তাকে আগাম শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি নতুন মেয়র নগরবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখিয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। পথিকৃৎ কুমিল্লাকে একটি পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে সচেষ্ট হবেন।
বর্তমানে গান ও ব্যবসা নিয়ে ব্যস্ত সময় পার করছেন আসিফ আকবর। ভক্তদের জন্য দ্য লাস্ট ডন নামে একটি মিউজিক ভিডিওসহ ঈদে হাজির হবেন তিনি। এ ছাড়া ভারতের সারেগামা ওটিসিরিজ থেকে তাকে গান গাওয়ার জন্য বলা হয়েছে।