মেজর লিগ সকারের (এমএলএস) ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট অর্জনের রেকর্ড নিজেদের করে নেওয়া থেকে আর মাত্র এক জয় দূরে ইন্টার মায়ামি। টরেন্টো এফসির বিপক্ষে পাওয়া নাটকীয় জয় লিওনেল মেসি-লুইস সুয়ারেজদের সামনে এই সুযোগ এনে দিয়েছে।
বাংলাদেশ সময় শনিবার রাতে টরেন্টোকে তাদেরই মাঠে ১-০ গোলে হারায় মায়ামি। ম্যাচের যোগ করা সময়ে গোলটি করেন লিওনার্দো কাম্পানা।
মায়ামির শুরুর একাদশে ছিলেন না বার্সেলোনার চার সাবেক সতীর্থ মেসি, লুইস সুয়ারেজ, সের্হিও বুসকেতস ও জর্দি আলবা। টরেন্টোর শুরুর একাদশেও ছিলেন না তাদের দুই তারকা খেলোয়াড় লরেন্সো ইনসিনিয়ে ও ফেদেরিকো বের্নাদেস্কি। ম্যাচ জুড়ে আক্রমণে ভুগতে হয়েছে দুই দলকেই।
দ্বিতীয়ার্ধে মেসি, সুয়ারেজ ও বুসকেতসকে বদলি নামায় মায়ামি, ইনসিনিয়েকে টরেন্টো। বের্নাদেস্কি নিষেধাজ্ঞায়। এরপর কিছুটা সুযোগ তৈরি করে দুই দল।
বল দখলে মায়ামি এগিয়ে থাকলেও সুযোগ তৈরিতে এগিয়ে ছিল টরেন্টো। মায়ামি স্রেফ চারটি শটের দুটি লক্ষ্যে রাখতে পারে। বিপরীতে ১৫টি শটের ৬টি লক্ষ্যে রাখে স্বাগতিকরা।
মেসি ও বুসকেতস তৈরি করেন সুযোগ। শেষ পর্যন্ত ৯৩তম মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত ক্ষণ। সুয়ারেজের ক্রস থেকে গোলটি করেন কাম্পানা। তাতেই বেঁচে থাকে মায়ামির রেকর্ড গড়ার সুযোগ।
২০২১ আসরে এমএলএসে ৭২ পয়েন্ট অর্জনের রেকর্ড গড়ে নিউ ইংল্যান্ড রেভুল্যুশন। আগামী রোববার বাংলাদেশ সময় ভোর ৪টায় এই রেভুল্যুশনকে হারিয়েই রেকর্ডটি নিজেদের করে নেওয়ার সুযোগ জেরার্দো মার্তিনোর দলের সামনে।
৩৩ ম্যাচে ২১ জয় ও ৮ ড্রয়ে ৭১ পয়েন্ট নিয়ে ইতোমধ্যে সাপোর্টার্স শিল্ড শিরোপা নিশ্চিত করেছে মায়ামি।