ইসরায়েলে আবারও নতুন করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মধ্য ইসরায়েলকে কেন্দ্র করে চালানো সর্বশেষ এই হামলায় আরও ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬৭ জনেরও বেশি মানুষ।
ঘটনাস্থলগুলো থেকে মোট ৭৪ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুত্বর এবং ৬৮ জন আহত। এছাড়া নিহতদের মধ্যে একজন পুরুষ ও দুইজন না্রী, যাদের সবার বয়স ৭০-এর বেশি বলে নিশ্চিত করেছে ইসরায়েলের জরুরি চিকিৎসা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (MDA)।
রাতভর চালানো এই হামলার ফলে চারটি ভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হামলার পর পরই উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ শুরু করেন। বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এই হামলা ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।