ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশে অবস্থিত বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্র সাউথ পার্স লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে ইসরাইল। এতে গ্যাসক্ষেত্রের কিছু অংশে আগুন ধরে গেছে। গত শনিবার (১৪ জুন) ইসরাইলি দখলদার বাহিনী একটি ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফারস নিউজ জানিয়েছে, স্থানীয় দমকল বিভাগের কর্মীরা বর্তমানে গ্যাসক্ষেত্রের আগুন নেভানোর কাজ করছেন। গ্যাস ফিল্ডের এ হামলায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বিস্ফোরণের পর পরই দমকল বাহিনী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। যদিও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি বলে ধারণা করা হচ্ছে।
বুশেহর প্রদেশে অবস্থিত সাউথ পার্স গ্যাসক্ষেত্রটি ইরান ও কাতারের যৌথ অংশীদারত্বে পরিচালিত হয়। ইরানের প্রাকৃতিক গ্যাস উৎপাদন ও রপ্তানি সক্ষমতার অন্যতম প্রধান উৎস এই গ্যাসক্ষেত্র। এই গ্যাসক্ষেত্র ছাড়াও শনিবার ইরানের বোরুজার্দ, কাজভিন এবং শিরাজের বিভিন্ন কারখানাসহ শিল্প স্থাপনায় হামলা করেছে ইসরাইলি বাহিনী।
এদিকে নতুন হামলার আশঙ্কায় দেশজুড়ে বিমান চলাচল স্থগিত ঘোষণা করেছে ইরান।