ইসরায়েল-ইরান হামলা পালটা হামলা চলার পর উঠে আসতে শুরু করেছে দুই দেশের ক্ষয়ক্ষতির চিত্র। উভয় দেশের বরাত দিয়ে হতাহতের সর্বশেষ তথ্য জানিয়েছে এএফপি ও দ্য জেরুজালেম পোস্ট।
গত ১৩ জুন ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে দেশট অন্তত ৬১০ জন নিহত এবং চার হাজার ৭০০ জনের বেশি আহত হয়েছেন।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপোর এক্সে (সাবেক টুইটার) বলেন, ‘গত ১২ দিন হাসপাতালগুলো… অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি পার করেছে। আগে জানানো ৪০০ জন নিহত এবং তিন হাজার ৫৬ জন আহতের তুলনায় এখন হতাহতের সংখ্যা অনেক বেড়েছে।’
অপরদিকে, ইসরায়েল এখন পর্যন্ত ২৮ জন নিহতের তথ্য দিলেও আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) বলছে, নিহতের সংখ্যা কয়েকশ হতে পারে।
আজ ভোর ৪টা ৪৫ মিনিট থেকে ৭টা ১০ মিনিট পর্যন্ত ইসরায়েলে তিন দফা বড়সড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর মধ্যে দুটি ক্ষেপণাস্ত্র বেয়ারসেবায় নিক্ষেপ করা হয়। ইসরায়েল একটি ঠেকাতে পারলেও অন্যটি একটি আবাসিক ভবনে আঘাত হানে। এর কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইডিএফ।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে নয় হাজারেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন।