ইরানে হামলা চালানোর সিদ্ধান্ত নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই সপ্তাহ চাওয়ার পেছনে রহস্য কি হতে পারে সেটা নিয়ে উদ্বেগ প্রকাশ ইসরায়েল। যেটি তাদের মনে বিভ্রান্তি ও অনিশ্চয়তার জন্ম দিয়েছে।
শনিবার (২১ জুন) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ খবর জানানো হয়। এতে বলা হয়, ইসরাইলের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা প্রকাশ্যে ইরানের হামলায় মার্কিন সম্পৃক্ততার জন্য চাপ দিয়েছিলেন।
যুক্তি দিয়েছিলেন যে, যুক্তরাষ্ট ইসরাইলের সাথে হামলায় যোগ দিলে এই সংঘাত দ্রুত শেষ হবে। এটি পারমাণবিক ইরানের অস্তিত্বের হুমকি দূর করতে ইসরাইলকে সহায়তা করবে।
এই সপ্তাহের শুরুতে সিএনএনকে সাবেক ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট জানান,
‘আমরা বিশ্বাস করি যে, যুক্তরাষ্ট্র এবং প্রেসিডেন্ট ট্রাম্পের একটি বাধ্যবাধকতা রয়েছে এটি নিশ্চিত করতে যে, এই অঞ্চলটি ইতিবাচক দিকে এগিয়ে চলেছে এবং বিশ্বকে পারমাণবিক অস্ত্রধারী ইরান থেকে মুক্ত করা হয়েছে।’
নভেম্বরে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে বরখাস্ত করার আগে গ্যালান্ট ইরান অভিযানের পরিকল্পনায় জড়িত ছিলেন।
কিন্তু ট্রাম্পের নতুন সময়সীমার পর, ইসরাইলের রাজনৈতিক নেতারা তাদের বক্তব্যে সতর্ক হচ্ছেন, তারা চান না, প্রেসিডেন্টকে ঠিক সেই ধরনের মধ্যপ্রাচ্য সংঘাতে ঠেলে দিতে যা তিনি দীর্ঘদিন ধরে এড়াতে চেয়েছিলেন।