ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার (২২ জুন) বাংলাদেশ সময় সকাল পৌন ৬টার দিকে এ তথ্য জানান।
ট্রাম্প তার পোস্টে লিখেছেন, ইরানের ফোর্দো, নাতাঞ্জ আর ইসফাহানের পারমাণবিক ঘাঁটিতে সফলভাবে হামলা চালানো হয়েছে এবং হামলা শেষে সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে আছে।
ট্রাম্প আরও জানিয়েছেন, মাটির ২৬২ ফুট গভীরে থাকা ফর্দো পরমাণু কেন্দ্রে ভারী বোমা ফেলেছেন তারা। হামলা চালানো বিমানগুলো এখন যুক্তরাষ্ট্রে ফিরে আসছে।
হামলা সফল হয়েছে জানিয়ে ট্রাম্প বলেছেন, “আমাদের আমেরিকান যোদ্ধাদের অভিবাদন জানাই। পৃথিবীর অন্য কোনো সামরিক শক্তি নেই যারা এটি করতে পারত। এখন হলো শান্তির সময়। এ বিষয়ে মনযোগ দেওয়ায় আপনাকে ধন্যবাদ।”
ট্রাম্প জানিয়েছেন, তিনি আজ ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় রাত ১০টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ওয়াশিংটন ডিসি থেকে বাংলাদেশের সময় ১০ ঘণ্টা এগিয়ে। এ হিসেবে বাংলাদেশ সময় আজ রোববার সকাল ৮টায় ট্রাম্প এ ভাষণ দেবেন।
প্রসঙ্গত, গতকাল শনিবার (২১ জুন) মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইরান হামলার বিষয়ে ডোনাল্ড ট্রাম্প দুই সপ্তাহের সময় চান। এরপরই আজ রবিবার (২২ জুন) ইরানের উপর হামলা চালায় যুক্তরাষ্ট্র।