চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সংগঠনটির ২০২২-২৪ মেয়াদের সভাপতি ইলিয়াস কাঞ্চন চুপিসারে এসে ভোট দিয়েছেন। এফডিসিতে ছিলেন মাত্র ৫ মিনিট। এসময় তিনি এড়িয়ে যান তার সহকর্মী ও গণমাধ্যমকর্মীদের।
শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরের দিকে এফডিসিতে প্রবেশ করেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। গাড়ি থেকে নেমে সোজা ভোটকেন্দ্রে প্রবেশ করেন। ভোট প্রদান করে ৫ মিনিটের মধ্যে বাইরে আসেন তিনি।
এসময় দীর্ঘদিনের সহকর্মীরা তার সঙ্গে কথা বলতে চাইলে কাউকে সাড়া না দিয়ে এফডিসি থেকে বেরিয়ে যান তিনি। এমনকি কোনো গণমাধ্যমের সঙ্গেও কথা বলেননি ইলিয়াস কাঞ্চন।
তার এমন ব্যবহারে হতবাক সহকর্মীরা। তবে ধারণা করা হচ্ছে, আগের নির্বাচনের বিতর্কিত প্রসঙ্গগুলো এড়াতেই গণমাধ্যমকর্মীদের চোখ ফাঁকি দিয়েছেন তিনি।
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন শেষে এখন চলছে ভোট গণনা। আজ রাতের মধ্যেই ফলাফল ঘোষণার কথা রয়েছে। ২১ সদস্যবিশিষ্ট কমিটির এই নির্বাচনে ছয়জন স্বতন্ত্রসহ দুটি প্যানেল থেকে ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্যানেল দুটি হলো মিশা-ডিপজল ও মাহমুদ কলি-নিপুণ।