রাষ্ট্র সংস্কারের মূল হোতা শেখ হাসিনার আস্থাভাজন কৃষি সচিব এমদাদুল্লাহ মিয়ানের অপসারণ ও শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের ন্যাক্কারজনক হামলায় এ মানববন্ধ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়
এ সময় বক্তারা বলেন, আমরা বর্তমান অন্তর্বতীকালীন সরকারের পক্ষে আছি। এই সরকারকে আমরা ব্যর্থ হতে দেব না। সরকারকে ব্যর্থ করার জন্য কয়েকটি মহল দেশে-বিদেশি চক্র উঠে পড়ে লেগেছে।
আমরা সরকারের পাশে আছি। বিগত ফ্যাসিষ্ট সরকার মন মত লোকদেরকে সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়ে রেখেছে।
কৃষি সচিব এমদাদুল্লাহ মিয়ানসহ রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ স্থানে হাসিনার দোসরা রয়েছে তাদের অতি দ্রুত অপসারণ করতে হবে। তা না হলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমরা রাজপথ কাটিয়ে তুলবো।
সরকারকে ব্যর্থ করা এতো তো সহজ না। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস বিশ্বব্যাপী খেলোয়াড়, তাকে দাবিয়ে রাখা যাবে না, যতই ষড়যন্ত্র হোক। আমরা আবারো বলছি অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আছি শেষ পর্যন্ত।
আমরা সরকারকে সহযোগিতা করতে চাই।