রোজার ঈদের এখনও অনেক বাকি। এরই মধ্যে সংশ্লিষ্টরা ঈদে ছবি মুক্তি দেওয়ার প্রস্তুতি শুরু করেছেন। গত সোমবার অনলাইনে সন্ধ্যায় প্রকাশ হয়েছে ‘খোদা হাফেজ’ সিনেমার টিজার। অনিক বিশ্বাস পরিচালিত এ ছবির মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হচ্ছে নতুন নায়ক ম্যাক দিদারের।
এতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন নিপা রিয়েলি। আসছে ঈদে সিনেমাটি মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে।
দিদার বলেন, ‘খোদা হাফেজ’ পুরোপুরি মৌলিক গল্পে নির্মিত হয়েছে। ছবির টিজারে বেশ সাড়া পাচ্ছি। আশা করছি, হিউম্যান ট্রাফিকিংয়ের গল্পের এ সিনেমাটি দর্শকের পছন্দ হবে। এতে আমি সিক্স প্যাক নিয়ে আসছি। এজন্য ফাইট শিখতে, বডি ট্রান্সফর্ম করতে অনেক সময় দিতে হয়েছে।
সিনেমায় আরও রয়েছেন সাঞ্জু জন, আমান রেজা, যুবরাজ প্রমুখ।