নিজস্ব সংবাদদাতা: ঢাকায় আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনও ছিলো ব্যস্ততায় ঘেরা। এদিনও বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান ও বিনিয়োগকারী সম্মেলনে অংশ নেন। রাজধানীতে সম্মেলনের মূল পর্ব অনুষ্ঠিত হলেও বিনিয়োগকারীরা ঢাকার বাইরে অর্থনৈতিক জোনগুলো পরিদর্শন করেন।
দেশে চলছে বিনিয়োগ সম্মেলন। এতে বসেছে বিশ্বের বড় বিনিয়োগকারীদের মিলনমেলা। মঙ্গলবার দ্বিতীয়দিনের মতো চলে এ্ই মেলা।
এদিন রাজধানীতে মূল পর্ব অনুষ্ঠিত হলেও বিনিয়োগকারীরা পরিদর্শনে যান ঢাকার বাইরে। নারায়াগঞ্জের আড়াইহাজারে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন চীন, জাপান, সৌদি আরবসহ বিভিন্ন দেশের ৩৬ বিনিয়োগকারী। সেখানে তাৎক্ষণিকভাবে সুইডিশ কোম্পানি নিলর্ন ১০ হাজার স্কয়ার ফিটের একটি জায়গা নেয়ার চুক্তি স্বাক্ষর করে। এ সময় প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, সরকারের নতুন নীতিতে দেশে বিদেশী বিনিয়োগ বাড়ছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সাথে ‘আর্টেমিস অ্যাকর্ডস’ চুক্তিতে সই করেছে বাংলাদেশ। এর ফলে শান্তিপূর্ণ ও অসামরিক মহকাশ অনুসন্ধানের উদ্যোগে ৫৪তম স্বাক্ষরকারী দেশ হলো বাংলাদেশ।
অন্যদিকে বিনিয়োগ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, বিনিয়োগকারীরা আমলাতান্ত্রিক জটিলতা থেকে মুক্তি চায়। আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে ৪ দিনের এই সম্মেলন।