গল টেস্টের চতুর্থ দিনের শুরুটা দারুণভাবে নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কাকে চাপে ফেলেছেন টাইগার বোলাররা। অনেকটাই ড্রয়ের পথে এগোতে থাকা এই ম্যাচের লাগামটা এখনো বাংলাদেশের হাতেই আছে।
চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১৭৭ রান করেছে বাংলাদেশ। ফলে এখন পর্যন্ত লঙ্কানদের বিপক্ষে টাইগারদের সামগ্রিক লিড দাঁড়িয়েছে ১৮৭ রান। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ করে ৪৯৫ রান, জবাবে শ্রীলঙ্কা থামে ৪৮৫ রানে।
দিনের খেলা শেষে স্পিনার নাঈম হাসান জানালেন ম্যাচ জেতার কথা। তিনি বলেন, ‘দেখেন উইকেট এখনও ভালো ছিল। লাস্ট দিনের উইকেট কী হবে, এখন ক্র্যাক করছে উইকেটে। আমরা যত ভালো টোটাল দিতে পারি, আমাদের দলের দরকার হবে যেমন, তাহলেই ভালো হবে, (তখন) ওরা চাপে থাকবে।’
পরে ব্যাটিং পরিকল্পনা নিয়ে নাঈম জানান, ‘দেখেন যারা মাঝখানে ব্যাটিং করছে, তাদের চেয়ে ভালো কেউ বলতে পারবে না (কীভাবে ব্যাটিং করলে ভালো হবে)। আসলে তারাই বুঝতে পারছে কেমন উইকেট। আল্লাহর রহমতে ভালো একটা জায়গায় আছি আমরা। খুব সুন্দর খেলছে দুজনই (শান্ত এবং মুশফিক)। সাদমান (ইসলাম) ভাই, শান্ত ভাই, মুশফিক ভাইও ভালো ব্যাট করছে। যেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো। খুব ভালো ব্যাটিং করছে। খুব ভালো শুরু করেছে। এটা এখন চালিয়ে যেতে হবে।’
ম্যাচ জেতার ব্যাপারে নাঈম আরও বলেছেন, ‘আসলে ৫ম দিনে অনেক কিছু হয় উইকেটে। আমরা ভালো টোটাল দিতে পারলে তখন তারা চাপে থাকবে। নরমাল ক্রিকেট খেলা এক জিনিস, চাপে থাকলে আরেক জিনিস। তখন ওদের ম্যাচ হারার ভয় থাকবে। অনেক কিছু করা সম্ভব। যদি ইনশাল্লাহ ভালো টোটাল দেই, আমাদের জন্য ভালো।’