কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগে শ্বাসরুদ্ধকর লড়াই হলো রিয়াল মাদ্রিদ ও রিয়াল সোসিয়েদাদের মধ্যে৷ এই লড়াইয়ে জেতেনি কেউ, ড্র হয়েছে ৪-৪ গোলে৷ তবে প্রথম লেগের জয়ের ওপর দাঁড়িয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
প্রথম লেগে সোসিয়েদাদের মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছিল রিয়াল। দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলের অগ্রগামিতায় ফাইনালের টিকিট কেটেছে তারা। আরেক সেমিফাইনালের ফিরতি লেগে বুধবার (২ মার্চ) দিবাগত রাতে মুখোমুখি হবে বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদ। আসন্ন ম্যাচের জয়ী দলের বিপক্ষে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে রিয়াল।
সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ১৬তম মিনিটে বারেনজিয়ার গোলে এগিয়ে যায় সোসিয়েদাদ। ১৪ মিনিট পর রিয়ালকে ম্যাচে ফেরান এদ্রিক। প্রথমার্ধে আর কোনো দল জালের দেখা পায়নি৷ ৭২ মিনিটে দাভিদ আলাভার আত্মঘাতি গোলে ফের এগিয়ে যায় সোসিয়েদাদ। ম্যাচের আসল রোমাঞ্চ তখনও বাকি। ৮০ মিনিটে অতিথিদের হয়ে স্কোরলাইন ৩-১ করেন ওইয়ারজাবাল৷ অবশ্য স্বাগতিকদের সমতায় ফিরতে বেশি সময় লাগেনি।
৮২ ও ৮৬ মিনিটে বেলিংহাম ও চৌমেনি গোল করলে স্কোরলাইন ৩-৩ হয়। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ফের গোল করেন ওইয়ারজাবাল। দুই লেগ মিলিয়ে ৪-৪ গোলে সমতা টানে সোসিয়েদাদ। তাতেই ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেই বাজিমাত করে রিয়াল। ১১৫তম মিনিটে গুলেরের কর্নার থেমে হেডে গোল করেন রুডিগার। ন্যূনতম ব্যবধানে এগিয়ে ফাইনাল নিশ্চিত হয় জায়ান্টদের।