হিউস্টনে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে বড় অঘটনের জন্ম দিয়েছিল আইসিসির সহযোগী সদস্য যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার সেটিকেই ছাড়িয়ে গেছে মার্কিন ক্রিকেটাররা। টানা দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজও নিশ্চিত হয়েছে যুক্তরাষ্ট্রের। এতে ক্রিকেট বিশ্বের প্রথম দল হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ টি পরাজয়ের স্বাদ পেল বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। ২৩ মে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারা ম্যাচ ছিল টাইগারদের ১০০ তম পরাজয়।
টাইগারদের এমন পরাজয় অবশ্য মেনে নিতে পারেননি জাতীয় দলের সাবেক ব্যাটার ইমরুল কায়েস। বাংলাদেশের পরাজয়ের পর নিজের অফিসিয়াল ফেসবকে একটি স্ট্যাটাস দেন তিনি। যদিও স্ট্যাটাসে কোনো শব্দই লিখেননি ইমরুল, কেবল ছয়টি ইমুজি দিয়ে নিজের মতামত ব্যক্ত করেন।
এই পোস্টের মাধ্যমে কি বাংলাদেশের হারকে ইঙ্গিত করে তিন ইমোজির অর্থই বোঝাতে চাইলেন ইমরুল? নাকি এর সঙ্গে বাংলাদেশের ম্যাচের কোনোই সম্পর্ক নেই? অবশ্য অতীতেও এমন অদ্ভুত স্ট্যাটাস দিতে দেখা গেছে ইমরুলকে। ২০২২ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজে হারের পরও এমন একটি পোস্ট দিয়েছিলেন তিনি। অবশ্য পরে সেই পোস্ট সরিয়ে পেজ হ্যাক হয়েছিল বলে দাবি করেন।
সমর্থকরা ইমরুলের স্ট্যাটাসের সঙ্গে বাংলাদেশের হারের একটা সম্পর্ক দেখছেন। যে কারণে অনেকেই সেটি শেয়ার করে ব্যঙ্গ করছেন। কেউ কেউ ইমরুলের সমালোচনায় মুখর, আবার কেউ কেউ তার পক্ষেও দাঁড়াচ্ছেন। পক্ষে যারা দাঁড়িয়েছেন, তাদের যুক্তি, সবশেষ পাঁচ ওয়ানডেতে ২টি সেঞ্চুরি করা ক্রিকেটারের সঙ্গে যে দল অবিচার করে, তাদের সঙ্গে তো এমনটাই হবে।