ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। চোটের কারণে দলে নেই মুশফিকুর রহিম। জ্বরের কারণে চট্টগ্রাম টেস্ট খেলতে না পারা লিটন কুমার দাস ফিরেছেন। পেস বোলিং বিভাগে যোগ হয়েছেন শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
আগামী ২২ থেকে ২৬ নভেম্বর অ্যান্টিগায় হবে প্রথম টেস্ট। ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর জ্যামাইকায় হবে দ্বিতীয় টেস্ট। ৮, ১০ ও ১২ ডিসেম্বর হবে ওয়ানডে সিরিজ। ১৫, ১৭ ও ১৯ ডিসেম্বর হবে তিন ম্যাচ টি২০ সিরিজ।
বাংলাদেশ টেস্ট দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অংকন, লিটন কুমার দাস, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহঅধিনায়ক), তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।