আট ম্যাচে দুই জয়, হার ছয়। ২০২৪ সালে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের পুরুষ ফুটবলের পারফরম্যান্স ছিল এমন। যেখানে মেয়েরা সিনিয়র সাফের শিরোপা উৎসব করেছিলেন, সেখানে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যদের বাজে ফলে হতাশ বাফুফে কর্তারা।
তাই তো চুক্তির মেয়াদ শেষ হলেও স্প্যানিশ এ কোচের ব্যাপারে ধীরে চলো নীতিতে হাঁটছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। নতুন বছরে নতুন করে স্বপ্নের জাল বুনছে দেশের ফুটবলপ্রেমীরা।
২০২৫ সালে এশিয়ান কাপ বাছাইয়ের সঙ্গে সাফ চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা রয়েছে। এর বাইরে ফিফা উইন্ডোতেও আছে। ব্যস্ততার বছরে সব আকর্ষণ ইংলিশ প্রিমিয়ার লিগে লিস্টার সিটির হয়ে খেলা হামজা দেওয়ান চৌধুরীকে ঘিরে। সবকিছু ঠিক থাকলে ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে লাল সবুজের জার্সিতে অভিষেক হতে পারে তাঁর।
পুরুষ ফুটবলে এখনও পর্যন্ত চূড়ান্ত হয়েছে বাংলাদেশের তিন প্রতিপক্ষ। এশিয়ান কাপ বাছাইয়ে ভারত, হংকং এবং সিঙ্গাপুরের মুখোমুখি হবে লাল সবুজের দলটি। ছয়টি হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচের মধ্যে ২০২৫ সালে যে পাঁচ ম্যাচ খেলবে বাংলাদেশ, তার তিনটিই ঘরের মাঠে। সামনের ম্যাচগুলো নিয়ে রোমাঞ্চিত জাতীয় দলের ডিফেন্ডার তপু বর্মণ।