ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬০ রোগী। তাদের মধ্যে ঢাকা উত্তর সিটিতে ২০৭ ও দক্ষিণে ১২১ জন। চলতি বছরে এখন পর্যন্ত মারা গেছেন ২১৪ জন এবং এ মাসে মোট মৃত্যু হয়েছে ১৫১ জনের। রোববার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানায়।
অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত চব্বিশ ঘণ্টায় বরিশাল বিভাগে ৩২, চট্টগ্রাম বিভাগে ৫৭, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১১ ও খুলনা বিভাগে ৭১ জন হাসপাতালে ভর্তি হন। এ ছাড়া রাজশাহী বিভাগে ২৩ জন, ময়মনসিংহ বিভাগে ২০, রংপুর বিভাগে ১৭ এবং সিলেট বিভাগে ১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হন ৪২ হাজার ৪৭০ জন। এ বছর সবচেয়ে বেশি ১১৪ রোগীর মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটির হাসপাতালে। ঢাকা উত্তর সিটিতে ৩০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের ৫০ দশমিক ৫ শতাংশ নারী ও ৪৯ দশমিক ৫ শতাংশ পুরুষ।
এ বছর ২৬ থেকে ৩০ বছর বয়সী আক্রান্ত রোগীর মধ্যে ২৫ জনের মৃত্যু হয়েছে। তবে আক্রান্ত বেশি হচ্ছেন ২১ থেকে ২৫ বছর বয়সীরা। তাদের মধ্যে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৬০২ জন। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।
ময়মনসিংহে প্রাণ গেল যুবকের
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহে ডেঙ্গু আক্রান্ত হয়ে নাজমুল হোসেন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নাজমুল হোসেন জেলার মুক্তাগাছা উপজেলার বিটিবাড়ি গ্রামের হিরা মিয়ার ছেলে।
হাসপাতালের ডেঙ্গু ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান বলেন, নাজমুল গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন। তিনি ফুসফুসের ইনফেকশন ও রক্তে লবণের ঘাটতি জটিলতায় ভুগছিলেন। গতকাল ভোর সাড়ে ৪টার দিকে তিনি মারা যান।
গত মাসের প্রথম সপ্তাহ থেকে হাসপাতালটিতে ডেঙ্গু রোগী ভর্তি শুরু হয়। গত ১৭ সেপ্টেম্বর থেকে রোগীর সংখ্যা বাড়তে থাকায় ৬০ শয্যার ডেঙ্গু ওয়ার্ড চালু করা হয়।