কাউন্টি ক্রিকেটে এক ম্যাচ খেলার জন্য সারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। সোমবার সমারসেটের বিপক্ষে ম্যাচ খেলতে নেমেছেন তিনি।
সারে অভিষেকে বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের হাতে ক্যাপ তুলে দেওয়া হয়। তার হাতে ক্যাপ তুলে দেন সারের ক্রিকেট পরিচালক ও ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার অ্যালেক্স স্টুওয়ার্ট। শুরুতে সাকিবের দল বোলিং করছে।
সমারসেট ২২ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৭ রানে ব্যাট করছে। সাকিব আল হাসান ৬ ওভার বোলিং করে ২০ রান দিয়ে উইকেট শূন্য আছেন। একটি মেডেন ওভার করেছেন তিনি।
সারের এবারও কাউন্টির শিরোপা জয়ের ভালো সম্ভাবনা রয়েছে। টানা তৃতীয় শিরোপা জয়ের লড়াই ইংল্যান্ড জাতীয় দলের ক্রিকেটারদের ক্যাম্প ছাড়ার বিষয়টি ধাক্কা হয়ে আসে। মোট ৮জন সারের ক্যাম্প ছেড়েছেন। যে কারণে সাকিবকে এক ম্যাচের জন্য দলে নিয়েছে ক্লাবটি।