চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মনোয়ার হোসেন ডিপজল-নিপুণ আক্তারের জয়-পরাজয়ে ভোটের ব্যবধান ছিল ১৬ ভোট। তবে নির্বাচনে বিজয়ী ডিপজলের বিরুদ্ধে নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে সম্প্রতি উচ্চ আদালতের দ্বারস্ত হয়েছিলেন নিপুণ। অবশেষে আদালতের রায়েও অক্ষুণ্ন রয়েছে ডিপজলের পদ।
এদিকে, ডিপজল-নিপুণের কথার লড়াই যেন থামছেই না। মাঝেমধ্যেই তীর্যক কথায় বিদ্ধ করছেন একে-অপরকে। ক’দিন আগে ডিপজলকে ‘অশিক্ষিত’ বলে মন্তব্য করেছেন নিপুণ। এর জবাবে নায়িকার পেছনে বড় শক্তি আছে বলে মন্তব্য করেন খল-অভিনেতা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিপুণকে নিয়ে ফের মুখ খুলেছেন ডিপজল। তিনি বলেন, ‘নিপুণকে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এনে আমি ভুল করেছিলাম। আমার এখন মনে হয়, আমি ভুল করেছিলাম। তাকে আমি আর চিনি না।’
নিপুণের উদ্দেশে তিনি আরও বলেন, ‘নিপুণের মূল ব্যবসাটা কী? আমি যে সিনেমা করছি, এটাই কি আমার মূল্য ব্যবসা? না, এটা আমার মূল্য ব্যবসা না। শুনলাম, উনি পার্লার দিয়েছেন। কী পার্লার এটা? সেই পার্লারে গিয়ে আপনারা দেখেন, সেটা কেমন পার্লার। সেখানে কী হয়।’
এদিকে, ডিপজলের এই কথায় যখন চারদিকে শোরগোল, তখন সামাজিকমাধ্যম ফেসবুকে পার্লারের একটি লাইভ ভিডিও শেয়ার করেছেন নিপুণ। ক্যাপশনে লিখেছেন, ‘আইব্রো ও ওমব্রে!’
প্রসঙ্গত, এর আগে ২০২২-২৪ সালের নির্বাচনেও সাধারণ সম্পাদকের পদ নিয়ে জটিলতা সৃষ্টি হয়। অবশেষে মামলা গড়ায় উচ্চ আদালতে। পরে আদালতের হস্তক্ষেপে দায়িত্ব পালন করেন নিপুণ। তখন প্রাথমিক ফলে সাধারণ সম্পাদক পদে জয়ী ঘোষণা করা হয়েছিল জায়েদ খানকে।