কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার ঘটনায় প্রধান অভিযুক্তসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে মুরাদনগর থানা পুলিশ।
রোববার (২৯ জুন) ভোরে প্রধান অভিযুক্ত ফজর আলীকে ঢাকার সায়দাবাদ থেকে গ্রেপ্তার করা হয়।
অন্য গ্রেপ্তাররা হলো- সুমন, রমজান, আরিফ ও অনিক। তবে তাদের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।
কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান জানান, শনিবার রাতে অভিযান চালিয়ে ভোরে ঢাকার সায়েদাবাদ থেকে প্রধান অভিযুক্ত ফজর আলীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া সামাজিক মাধ্যমে এই ঘটনার ভিডিও প্রচার করায় আরও চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
শেরপুরে হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, অভিযুক্ত আটকশেরপুরে হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, অভিযুক্ত আটক এর আগে গত বৃহস্পতিবার (২৬ জুন) কুমিল্লার মুরাদনগরে বেড়াতে আসা এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠে ফজর আলী নামে (৩৮) এক যুবকের বিরুদ্ধে। পরে ওই ঘটনায় ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয় অভিযুক্তরা।
শুক্রবার (২৭ জুন) বিকেলে এ ঘটনায় ওই ভুক্তভোগী নারী বাদী হয়ে মুরাদনগর থানায় ধর্ষণ মামলা করেছেন। তার স্বামী একজন প্রবাসী।