খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষের ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসের গেটে পুলিশ মোতায়েন রয়েছে। তবেসংঘর্ষের পর পাঁচ দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা।
জানা গেছে, আজ বুধবার সেখানে কোনো অ্যাকাডেমিক কার্যক্রম হয়নি। এদিন শিক্ষার্থীরা কুয়েট মেডিকেল সেন্টারের সামনে অবস্থান নিয়েছেন।
শিক্ষার্থীরা জানান, গত মঙ্গলবার রাতে প্রেস ব্রিফিং করে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি পুরোপুরি নিষিদ্ধ, শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের শাস্তি এবং উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগসহ পাঁচ দফা দাবি জানানো হয়।
আজ দুপুর ১টার মধ্যে দাবি পূরণের আলটিমেটাম দেন তারা। শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।