র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেছেন, ‘মানুষকে গুজব থেকে বাঁচাতে সাইবার সেল মনিটরিং করছে। কেউ গুজব ছড়ালে ব্যবস্থা নেওয়া হবে। চ্যালেঞ্জ নিচ্ছি দুর্গাপূজায় কোনো বিশৃঙ্খলা হবে না। সুযোগ পাবে না দুষ্কৃতকারীরা। এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে সন্ত্রাসীদের।’
আজ বুধবার বিকেলে রাজধানীর বনানীর পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।
দুর্গাপূজা উপলক্ষে নেওয়া নিরাপত্তা ব্যবস্থার প্রসঙ্গে র্যাব মহাপরিচালক বলেন, ‘এবার বিশেষভাবে সশস্ত্র বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। ১৫টি র্যাব ব্যাটালিয়ন স্থানীয় পূজা কমিটির সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছে। আমরা আশা করছি, অত্যন্ত নির্বিঘ্নে সুন্দরভাবে কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই এবারের পূজা সম্পন্ন করতে পারব।’
এ সময় গুলশান-বনানী পূজা ফাউন্ডেশনের সভাপতি জে এল ভৌমিক বলেন, ‘সারা বাংলাদেশে ৩২ হাজারের বেশি স্থানে পূজা হচ্ছে এবার। প্রতিটি মণ্ডপে র্যাবের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। এ বছর কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই আমরা মায়ের পূজা করতে পারব।’