সাবিলা নূরের জন্ম ২৭ মে ১৯৯৫ সালে। তিনি ২০১৫ সালে “মাঙ্কি বিজনেস” (২০১৫) টেলিফিল্মে দ্যা ইমাজিনারি গার্ল চরিত্রে অভিনয় করে তার সাফল্য অর্জন করেন।
তবে সাবিলা নূরের পড়াশোনা ছিলো কতটুকু?
তার পড়াশোনা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, ২০২৩ সালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ থেকে ইংরেজিতে অনার্স সম্পন্ন করছেন। ৩ দশমিক ৯৭ (৪-এর মধ্যে) সিজিপিএ অর্জন করেন। বিশ্ববিদ্যালয় থেকে স্কলারশিপও পান তিনি।
এবার আসি সাবিলা নূরের ক্যারিয়ার প্রসঙ্গে…
দেশের বৃহত্তম টেলিকম কোম্পানি গ্রামীণফোনের মডেলিংয়ের মাধ্যমে নূর তার ক্যারিয়ার শুরু করেন ।তিনি গাজী টিভির কিশোর ব্যান্ড প্রতিযোগিতা , জিটিভি ফ্যান্টা ব্যান্ডের উপস্থাপক, একই সাথে বাংলাভিশনে লাক্স স্টাইল ফাইনের উপস্থাপক। এছাড়াও তিনি গ্লো অ্যান্ড লাভলির ব্র্যান্ড অ্যাম্বাসেডর । ।
তিনি সবসময় নাটক, মডেল, এম্বাসেডর এসব নিয়েই ছিলেন। বেশ কয়েকটি নাটক তিনি করেছেন। যেমনঃ তিন বন্ধু, বিপদ সংকেত, বিয়ে বিরোম্বোনা, আবারো অঘটন, কাগজের বিয়ে । তিনি সিনেমা তে প্রথম পা রাখেন ২০২৩ সালে।সিনেমার নাম ছিল: মুজিব: একটি জাতির রুপকার। সিনেমাতে তিনি শেখ রেহানা ভূমিকায় অভিনয় করেন।
তবে এবার তান্ডব মুভিতে এই প্রথম বড় পর্দায় প্রধান চরিত্রে অভিনয় করে তিনি তাক লাগিয়ে দিয়েছেন দেশবাসীকে। এই নিয়ে সাবিলা নূর বলেন, “প্রথম সিনেমা হিসেবে বড় পর্দায় কাজ করা আমার জন্য কিছুটা চ্যালেঞ্জিং ছিলো। কিন্তু দর্শকদের ভালোবাসা পাওয়ার পর এখন খুব ভালো লাগছে। তারা শাকিব খানের সাথে আমার ক্যামিস্ট্রি টা যে এভাবে আপন করে নিবে সেটা আমার জন্য অনেক আনন্দের। আমি দর্শকদের ধন্যবাদ দিতে চাই।”