পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করার পর এবার বাংলাদেশের মিশন ভারত সিরিজ। বাবর আজমদের বিপক্ষে দুই টেস্ট জয় এই সিরিজ নিয়ে প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজই এমন মন্তব্য করছেন।
মিরাজ বলেছেন, ‘চ্যালেঞ্জ তো অবশ্যই থাকবে। ভারতের মাটিতে আমরা এর আগেও টেস্ট খেলেছি। আমাদের আগের পারফরম্যান্স ভালো ছিল না। আমরা এবার একটা প্রত্যাশা নিয়ে যাচ্ছি।
১৫ সেপ্টেম্বর ভারতের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ। ১৯ তারিখ চেন্নাইয়ে টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৭ সেপ্টম্বর থেকে কানপুরে। এরপর ৬, ৯ ও ১২ অক্টোবর হবে টি-টোয়েন্টি সিরিজ।