সঞ্জয় কাপুরের সম্পত্তির পরিমাণ ছিল ১ দশমিক ২ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় যা প্রায় ১০ হাজার ৩০০ কোটি রুপি)। ফোর্বস সাময়িকীর জরিপে তিনি বিশ্বের ২ হাজার ৭০৩তম ধনী ব্যক্তি ছিলেন। তবে এত ধনী হওয়া স্বত্ত্বেও ছোট্ট একটা মৌমাছির কামড়ে প্রাণ গেলো সঞ্জয় কাপুরের।
পোলো খেলার সময়, হঠাৎ তিনি একটি মৌমাছি গিলে ফেলেছিলেন এবং সেই ভয়েই তাৎক্ষনিক হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা যান সঞ্জয়। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হয়, সঞ্জয় চেষ্টা করেছিলেন মৌমাছি গলা থেকে বার করে আনার। কিন্তু আতঙ্কিত হয়ে হৃদরোগে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
সঞ্জয় কাপুর ২০০৩ সালে অভিনেত্রী কারিশ্মা কাপুরকে বিয়ে করেন। তাঁদের দুই সন্তান— সামাইরা ও কিয়ান। যদিও মাত্র ১১ বছর ছিল তাঁদের বৈবাহিক সম্পর্কের মেয়াদ।
২০১৪ সালে এই দম্পতির বিবাহ বিচ্ছেদের জন্যে আবেদন করেন তাঁরা। ২০১৬ সালে গিয়ে আইনি পথে আলাদা হয়ে যায় এই জুটি। যদিও সন্তানের দায়িত্ব নিতে কখনও অস্বীকার করেননি সঞ্জয়। বরং চেয়েছিলেন তাঁর সন্তানদের বড় হয়ে ওঠায় যেন কোনও সমস্যা না হয়। সেই কারণে ২০১৬ সালে ১৪ কোটি টাকর একটি বন্ড কিনেছিলেন তিনি। যেখান থেকে সুদ বাবদ ১০ লাখ টাকা করে পান করিশ্মা কাপুর, তাঁর সন্তানদের খরচ বাবদ। পাশাপাশি সঞ্জয় কাপুরের বাবার বাড়িটি খোরপোশ বাবদ করিশ্মা কাপুরকে লিখে দেওয়া হয়েছিল।