চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়ার সঙ্গে বৃষ্টির সখ্যতা যেন একটু বেশি। সবশেষ দুই আসরে অজিদের ৬ ম্যাচের ৪ ম্যাচই গায়েব হয়েছে বৃষ্টির কবলে পড়ে। গেল আসরে বাংলাদেশের সঙ্গে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সেমিতে যাওয়ার আগেই ছিটকে পড়ে অস্ট্রেলিয়া। চলতি আসরেও অজিদের দুই ম্যাচের ফলাফল গেছে বৃষ্টির পেটে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হওয়ার আগেই পরিত্যক্ত হয় স্টিভ স্মিথদের ম্যাচ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বল মাঠে গড়ালেও সেটাও শেষ পর্যন্ত বাতিল ঘোষণা করা হয়। তবে এবার আর ছিটকে যায়নি, বরং পরিত্যক্ত ম্যাচের পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নস ট্রফির সেমিতে ওঠেছে টিম অস্ট্রেলিয়া।
নিজেদের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে প্রতিপক্ষের সঙ্গে দারুণ আচরণ করে প্রশংসায় ভাসছেন স্টিভ স্মিথ। ঘটনাটি ম্যাচের প্রথম ইনিংসের ৪৭তম ওভারের। অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার নাথান ইলিস ওভারের শেষ বল করেছিলেন। সেখানে অর্ধশতরানকারী আজমাতুল্লা ওমরজাই মিড উইকেটে শট খেলে একটি রান নেন।
ওভার শেষ হয়ে গিয়েছে ভেবে প্রান্ত বদল করতে যাচ্ছিলেন আফগানদের আরেক ব্যাটার নূর আহমদ। তখনও আম্পায়ার ওভার ঘোষণা করেননি। কিন্তু নূর আহমদ ক্রিজ ছেড়ে বের হওয়ার পরেই উইকেটকিপার জশ ইংলিসের হাতে বল জমা পড়ে। তাতেই তিনি নূর আহমেদকে রান আউট করে দেন।
চালাকিতে করা ইংলিসের এই রান আউট আইনত বৈধ হলেও সেটা প্রত্যাখ্যান করেন অজি কাপ্তান স্টিভ স্মিথ। এরপর আম্পায়ারদের কাছে অনুরোধ করেন আহমদকে রান আউট না করতে। আম্পায়ারেরা সেই সিদ্ধান্ত মেনেও নেন। তাতে বাকি ওভার খেলা চালিয়ে যান নূর আহমদ।
আফগান ব্যাটারের সঙ্গে স্মিথের এমন আচরণ মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। তাতে বেশ প্রশংসিত হয়েছেন অজিদের অন্তর্বর্তীকালীন অধিনায়ক।