গেল ১৬ বছরে বাংলাদেশের গণমাধ্যম ও সাংবাদিকদের ভূমিকা মূল্যায়নে জাতিসংঘের সহযোগিতা চাওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, জুলাই-আগস্ট বিপ্লবের পর এখনকার মতো বাক ও লেখার স্বাধীনতা আর কখনোই বাংলাদেশের সংবাদ মাধ্যম ভোগ করেনি।
জুলাই-আগস্ট বিপ্লব পরবর্তী বাংলাদেশ: গণমাধ্যমের চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে চট্টগ্রাম মোট্রপলিটন সাংবাদিক ইউনিয়ন। চট্টগ্রাম প্রেসক্লাবে হওয়া এই অনুষ্ঠানে অংশ নিয়ে গণমাধ্যম কর্মীরা বিভিন্ন মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সরকার সংবাদ মাধ্যমসহ মানুষের বাক স্বাধীনতায় বিশ্বাসী। স্বাধীনতার পর এখনকার মতো বাক ও লেখার স্বাধীনতা আর কখনোই বাংলাদেশের সংবাদ মাধ্যম ভোগ করেনি। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের গণমাধ্যম ও সাংবাদিকদের ভূমিকা মূল্যায়নে জাতিসংঘের সহযোগিতা চাওয়া হবে বলেও জানান শফিকুল আলম। এছাড়া সম্প্রতি তিন সাংবাদিকের চাকরিচ্যুতির ঘটনায় সরকারের কোন হস্তক্ষেপ নেই বলেও জানান তিনি।
প্রেস সচিব আরো বলেন, জুলাই আগস্ট বিপ্লবের পর থেকে পার্শ্ববর্তী একটি দেশের গণমাধ্যম ক্রমাগত মিথ্যাচার ও উস্কানীমূলক সংবাদ প্রচার করে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে তাদের এই অপতৎপরতা আরো বাড়বে বলে জানান তিনি।
সভায় প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম মজুমদার জানান, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সাইবার নিরাপত্তা আইনে হওয়া মামলা প্রত্যাহার করা হয়েছে। এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচিসহ অনেকে বক্তব্য রাখেন।