গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার ধর্মপুর বাজারে ঢুকে পরায় ২জন মাছ ব্যবসায়ি নিহত ও ৫জন আহত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাইবান্ধা-গোবিন্দগঞ্জ ভায়া নাকাইহাট সড়কের ধর্মপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন রাখালবুরুজ ইউনিয়নের উত্তর ধর্মপুর গ্রামের নরেন চন্দ্র দাসের ছেলে হরেন চন্দ্র দাস (৪৫) ও একই গ্রামের মহেন্দ্র চন্দ্র দাসের ছেলে প্রতাপ চন্দ দাস (৩৮)। তারা ধর্মপুর মাছ বাজারে রাস্তার পাশে বসে মাছ বিক্রি করছিলেন। এ দুর্ঘটনায় আরো ৫জন গুরুতর আহত হয়েছেন। আহতদেরকে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে আনা হলে সেখানে তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় বগুড়া শজিমেক হাসাপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়রা জানান, একটি প্রাইভেট কার (ঢাকা মোট্রে-ব ২১-১৭০২) দ্রæত গতিতে গোবিন্দগঞ্জের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশর্^বর্তী মাছ বাজারে ঢুকে পরে। এতে এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়রা প্রাইভেট কারটি আটক করে পুলিশের সোর্পদ করেছে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলাম শাহ বিষয়টি নিশ্চিত করে জানান দুঘর্টনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌছে হতাহতদের উদ্ধার করে হাসাপাতালে নিয়ে আসে। প্রাইভেট কারটি থানায় আটক রয়েছে।