গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) : গাইবান্ধার গোবিন্দগঞ্জে যথাযথ মর্যদায় শহিদ দিব ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে মহান ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।
একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে (রাত ১২টা ১ মিনিটে) উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা ও থানা প্রশাসন, পৌরসভা, আওয়ামীলীগ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে প্রথম প্রহরের কর্মসূচি শেষ করা হয়। পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাজ্ঞলি অর্পণের শুরুতেই গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার ও এমপির পিএ পুষ্পার্ঘ অর্পণ করে। পরে উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজুর নেতৃত্বে প্রশাসন ও পরিষদের কর্মকর্তা ও কর্মচারীরা, পৌর মেয়র মুকিতুর রাফির নেতৃত্বে পৌর পরিষদ ও কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাদের সংগঠন, উপজেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি সহ সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদু ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জাতীয় পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয়তাবাদী দল বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি স্কুল-কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও গোবিন্দগঞ্জ প্রেসক্লাব ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
কেন্দ্রীয় শহীদ মিনারের আনুষ্ঠানিকতা শেষে শহীদ মিনারের পাশেই দলীয় কার্যালয়ের সামনে এবং উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুরূপভাবে পৌরভবনে স্থাপিত বঙ্গবন্ধুর মুর্যালে শ্রদ্ধা জানান পৌর পরিষদ ও প্রশাসন।