ঘুমানোর আগে চুল আঁচড়ানোর উপকারিতা অনেক। বর্তমানে চুল পড়া, চুল রুক্ষ হওয়া, দু’মুখো চুল ও স্ক্যাল্প সংক্রান্ত নানা সমস্যায় ভুগছেন বহু মানুষ। এর পেছনে যেমন অপুষ্টি ও দূষণের ভূমিকা রয়েছে, তেমনই চুলের সঠিক যত্নের অভাবও দায়ী। ব্যস্ত জীবনে সময়ের অভাবে অনেকেই চুলের ন্যূনতম যত্ন নেন না। তবে দিনের শেষে, রাতে ঘুমোতে যাওয়ার আগে মাত্র কয়েক মিনিট সময় দিলেই চুলের স্বাস্থ্যের অনেকটা উন্নতি ঘটানো সম্ভব। তার মধ্যে অন্যতম সহজ এবং কার্যকর একটি পদ্ধতি হল—চুল আঁচড়ানো।
আসুন দেখে নেই, রাতে চুল আঁচড়ানোর উপকারিতা কী কী?
১। চুল পড়া কমে
রাতে চুল আঁচড়ালে চুলে জট জমে না এবং থাকলেও তা সহজেই খুলে যায়। এতে চুল ছিঁড়ে যাওয়ার বা বেশি চুল পড়ার আশঙ্কা অনেকটাই কমে যায়। পাশাপাশি দুই-মুখো চুল বা ‘স্প্লিট এন্ড’-এর সমস্যা কমে।
২। স্ক্যাল্পে রক্তসঞ্চালন বাড়ে
চুল আঁচড়ালে মাথার ত্বকে হালকা ম্যাসাজের মতো প্রভাব পড়ে, যা স্ক্যাল্পে রক্তসঞ্চালন বাড়ায়।
৩। চুল ও স্ক্যাল্প থাকে পরিষ্কার
সারাদিন ধুলো, দূষণ, তেল এবং ঘামের কারণে চুল মলিন হয়ে পড়ে। ঘুমানোর আগে চুল আঁচড়ালে চুল ও মাথার ত্বক থেকে ময়লা ও অতিরিক্ত তেল অনেকাংশে দূর হয়। এটি একধরনের প্রাকৃতিক ক্লিনজিং-এর কাজ করে।
৪। মস্তিষকে প্রশান্ত রাখে
চুল আঁচড়ানোর সময় মাথার ত্বকে যে হালকা চাপ পড়ে, তা মস্তিষ্ককে প্রশান্ত করে। রাতে শোবার আগে এই অভ্যাস মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং ঘুমের মান ভালো করে। এই কারণেই অনেকে রাতে মাথায় হালকা তেল মালিশ করে থাকেন।