চট্টগ্রাম বন্দরে একটি তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের শিকার ট্যাংকারটির নাম ‘বাংলার জ্যোতি’। পতেঙ্গা এলাকায় ইস্টার্ন রিফাইনারির সামনে ডলফিন অয়েল জেটিতে ট্যাংকারটি জ্বালানি তেল খালাসের জন্য নোঙর করে রাখা ছিল।
তবে ট্যাংকারটিতে জ্বালানি তেল ছিল কি না এবং কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বন্দরের সচিব ওমর ফারুক জানান, ‘বেলা ১১টার দিকে অগ্নিকাণ্ডের খবর পাই আমরা। এরপরই আগুন নিয়ন্ত্রণে নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।’