চলতি বছর জুলাইয়ের দিকে ভারতে হওয়ার কথা ছিল আফগানিস্তান-বাংলাদেশ ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজে ৩টি করে টি-টোয়েন্টি এবং ওয়ানডে ম্যাচ খেলার কথা ছিল দুদলের।
আফগানদের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায় নেয় বাংলাদেশ। যদিও সেমিফাইনালে খেলার সুযোগ ছিল নাজমুল হোসেন শান্তদের। ১২.১ বলে ১১৬ রানের লক্ষ্য পূরণ করতে পারলে, শেষ চারে খেলত টাইগাররা। উল্টো ৮ রানে হেরে নিজেদের সঙ্গে অস্ট্রেলিয়ার বিদায়ও নিশ্চিত করে বাংলাদেশ দল।
সেই ম্যাচে হারের এক ঘণ্টার মধ্যে আফগান সিরিজ স্থগিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে প্রশ্ন ওঠে তাহলে কি বিশ্বকাপে আফগানিস্তানের কাছে হারের জেরে এই সিরিজ স্থগিত করেছে ক্রিকেট বোর্ড?
তবে ভারতের বর্ষা মৌসুমকে প্রধান কারণ দেখিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে (এসিবি) সিরিজ স্থগিত করার অনুরোধ করেছে বিসিবি। চলতি বাংলাদেশ দলের আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিরিজ রয়েছে।
২৫ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত হওয়ার কথা ছিল এই দুই সিরিজ। ভারতে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকাল। মাঠে খেলার গড়ানোর সম্ভাবনা কম। এ ছাড়া টানা খেলার মধ্যে থাকায় ক্রিকেটারদের ওপর বাড়তি চাপও রয়েছে। এই চাপ থেকে মুক্ত করতে সিরিজটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
২৫ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত হওয়ার কথা ছিল এই দুই সিরিজ। ভারতে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকাল। মাঠে খেলার গড়ানোর সম্ভাবনা কম। এ ছাড়া টানা খেলার মধ্যে থাকায় ক্রিকেটারদের ওপর বাড়তি চাপও রয়েছে। এই চাপ থেকে মুক্ত করতে সিরিজটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।